আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরণের বিজ্ঞাপন (গুগল অ্যাডসেন্স) প্রদর্শন করে থাকি, যার সাহায্যে আমরা মূলত ওয়েবসাইটটি পরিচালনা আর রক্ষণাবেক্ষণ করে থাকি। আমরা বিশ্বাস করি যে ব্যবহারকারীদের সন্তুষ্টিই আমাদের আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং আমরাও ব্যবহারকারীদের আরও ভালো ভাবে সেবা দিতে পারবো। এজন্য আমরা সবসময় ব্যবহারকারীদের প্রতি আমাদের সেবা অথবা পণ্য কোনো রকম অসৎ উদ্দেশ্য ছাড়াই সৎ এবং স্পষ্ট ভাবে তে তুলে ধরার নীতিতে বিশ্বাসী। লিপিঘরের নিজস্ব পণ্য/সেবা ছাড়া গুগল অ্যাডসেন্স দ্বারা প্রদর্শিত বিজ্ঞাপনে প্রদর্শিত কোনো পণ্য বা সেবা আমাদের এখতিয়ারভূক্ত নয়, এবং এই ধরণের বিজ্ঞাপনে প্রদর্শিত কোন পণ্য বা সেবার ক্ষেত্রে কোনো ধরণের বিতর্কিত বিষয় বা বাদানুবাদের সৃষ্টি হয়ে থাকলে, সেক্ষেত্রে লিপিঘর কোনোভাবে দায়ী থাকবে না। ঐসব বিতর্কিত বিজ্ঞাপনের দায় সম্পূর্ণভাবে বিজ্ঞাপন প্রদর্শনকারী সংস্থার (গুগল অ্যাডসেন্স বা বিজ্ঞাপিত কোম্পানি)। লিপিঘরের ওয়েবসাইটে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিতর্কিত কোনো মন্তব্য বা সাম্প্রদায়িক, ধর্মীয়, জাতিগত ইত্যাদি বিষয়ে বৈষম্যজনক বা ঘৃণাত্মক কোন মন্তব্য করেন, তবে সেক্ষেত্রে ঐ মন্তব্যকারী ব্যক্তি বা গোষ্ঠী দায়ী থাকবেন। লিপিঘর ওয়েবসাইটে কেউ এমন মন্তব্য করে থাকলে, লিপিঘর সন্ধান পাওয়ার যত দ্রুত সম্ভব সেই মন্তব্য মুছে ফেলার চেষ্টা করবে এবং ভবিষ্যতে যেন সেই ব্যক্তি বা গোষ্ঠী এরূপ মন্তব্য করে লিপিঘরের ভাবমূর্তি নষ্ট না করতে পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আমরা এই ওয়েবসাইটে অন্য কারও কপিরাইটেড কোনো বিষয়/বস্তু ব্যবহার করিনি, বা কোনো কপিরাইটেড বিষয়/বস্তুর এরকম কোনো ব্যবহার করিনি, যাতে ঐ সমস্ত কপিরাইটেড বস্তু বা বিষয়ের স্বত্বাধিকারীদের শর্তাবলিকে লঙ্ঘন করা হয়। আমরা লিপিঘরের মাধ্যমে কোন পাইরেটেড বা চোরাইকৃত সামগ্রী/বস্তু/বিষয় আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রচার/বিতরণ করছি না এবং এই ধরণের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডকে আমরা সমর্থন করি না।
আমাদের ওয়েবসাইটে ব্যবহৃত বিভিন্ন আইকন FontAwesome হতে ব্যবহার করা হয়েছে। FontAwesome Fonticons, Inc কর্তৃক রেজিস্ট্রিকৃত একটি সেবা, বিস্তারিত জানার জন্য ভিজিট করুন https://fontawesome.com/license
ইউনিকোড এবং ইউনিকোড লোগো ইউনিকোড কনসর্টিয়ামের অধীনে রেজিস্ট্রিকৃত। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন https://www.unicode.org/copyright.html
বিজয় / বিজয় একুশে / বিজয় একাত্তর / বিজয় বায়ান্নো এবং বিজয় লোগো আনন্দ কম্পিউটার্স/মোস্তাফা জব্বারের অধীনে রেজিস্ট্রিকৃত। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন http://www.bijoyekushe.net/index.php
আমাদের ওয়েবসাইটে ব্যবহারকারীর স্বেচ্ছা প্রদত্ত মন্তব্য এবং উপরোক্ত বিষয়গুলো ছাড়া বাকি সবকিছুর স্বত্ত্বাধিকার লিপিঘর এবং/অথবা ফন্ট/টাইপফেস ডিজাইনার দ্বারা সংরক্ষিত।