সাহায্য
Adobe Illustrator-এ ভাঙা বাংলার সমাধান
Adobe Illustrator-এ ইউনিকোড কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখলে সাধারণত বাংলা লেখাটি সঠিকভাবে প্রদর্শিত হয় না। যেমন: লেখার যুক্তাক্ষর ভেঙে যায়, এ-কার (ে) এবং ই-কার (ি) ভুল জায়গায় বসে ইত্যাদি বিভিন্ন সমস্যা হয়ে থাকে। কিন্তু আপনি এই সমস্যাগুলো শুধুমাত্র একটি সেটিং পরিবর্তন করেই ঠিক করে ফেলতে পারেন। নিচে এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন তা বর্ণনা করা হলো।
* Adobe Illustrator-এর ভার্সন কমপক্ষে CC 2014 বা তার থেকে বেশি হতে হবে।

চিত্র ১ : Adobe Illustrator-এ ভাঙা বাংলার সমস্যা