Adobe Illustrator-এ ভাঙা বাংলার সমাধান
Adobe Illustrator-এ ইউনিকোড কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখলে সাধারণত বাংলা লেখাটি সঠিকভাবে প্রদর্শিত হয় না। যেমন: লেখার যুক্তাক্ষর ভেঙে যায়, এ-কার (ে) এবং ই-কার (ি) ভুল জায়গায় বসে ইত্যাদি বিভিন্ন সমস্যা হয়ে থাকে। কিন্তু আপনি এই সমস্যাগুলো শুধুমাত্র একটি সেটিং পরিবর্তন করেই ঠিক করে ফেলতে পারেন। নিচে এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন তা বর্ণনা করা হলো।
* Adobe Illustrator-এর ভার্সন কমপক্ষে CC 2014 বা তার থেকে বেশি হতে হবে।
চিত্র ১ : Adobe Illustrator-এ ভাঙা বাংলার সমস্যা
- উপরের মেনুবার হতে Edit-এ ক্লিক করুন এবং সেখান থেকে Preferences-এ গিয়ে Type-এ ক্লিক করুন। (চিত্র ২)
চিত্র ২ : মেনুবার থেকে Type অপশন সিলেক্ট করুন
- Type-এ ক্লিক করার পর একটি উইন্ডো আসবে (চিত্র ৩)। এই উইন্ডোতে Show Indic Option (Show Indic Option এর পরিবর্তে Show South Asian Option বা Show Asian Option-ও থাকতে পারে) নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটি অন করুন এবং আপনার Adobe Illustrator-টি Close করে আবার পুনরায় চালু করুন।
চিত্র ৩ : Show Indic Options অন করুন
- Adobe Illustrator-টি পুনরায় চালু হওয়ার পর আবার বাংলা লিখে দেখুন, আপনার বাংলা লেখাটি আর ভাঙবে না।
চিত্র ৪ : এখন আর আপনার Adobe Illustrator-এ বাংলা ভাঙবে না