সাহায্য
'ক্ষ' বা 'রু' লিখলে কি 'ড়্গ' বা 'রম্ন' প্রদর্শিত হচ্ছে?
আপনারা অনেকেই অভিযোগ করে থাকেন যে ANSI বাংলা ফন্ট ব্যবহার করে 'ক্ষ' লিখতে গেলে 'ড়্গ' প্রদর্শিত হয় এবং 'রু' লিখতে গেলে 'রম্ন' প্রদর্শিত হয় (চিত্র ১)। এই সমস্যাটি কেন হয় এবং এর সমাধান কী তা নিচে বর্ণনা করা হলো।

চিত্র ১ : ANSI ফন্টে 'ক্ষ' বা 'রু' লিখলে 'ড়্গ' বা 'রম্ন' প্রদর্শিত হওয়া
লিপিঘর থেকে প্রকাশিত সকল ANSI ফন্টের দুইটি ভার্সন রয়েছে, ANSI V1 এবং ANSI V2 (চিত্র ২)। উপরোক্ত সমস্যাটি মূলত তখন সৃষ্টি হয় যখন আপনি বিজয় কিবোর্ডের নতুন ভার্সনসমূহের মাধ্যমে ANSI V1 ফন্ট ব্যবহার করে লিখে থাকেন। ANSI V1-টি মূলত বিজয় কিবোর্ডের পুরনো ভার্সন এবং অভ্র কিবোর্ডের ANSI মোডের জন্যে নির্মিত। আপনি যদি বিজয় কিবোর্ডের নতুন ভার্সনসমূহের সাহায্যে বাংলা লিখে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ANSI V2 ব্যবহার করতে হবে। তাহলে 'ক্ষ' বা 'রু' এর বদলে 'ড়্গ' বা 'রম্ন' প্রদর্শিত হওয়ার যে সমস্যাটি রয়েছে, সেই সমস্যাটি আপনার আর হবে না।

চিত্র ২ : লিপিঘরের ANSI ফন্টের দুইটি ভিন্ন ভার্সন

চিত্র ৩ : ফন্ট পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান
উপরোক্ত চিত্রে (চিত্র ৩) আপনারা দেখতে পারছেন, Li Shamim Chitranee ANSI V1 এর পরিবর্তে Li Shamim Chitranee ANSI V2 সিলেক্ট করার পর আমাদের 'ক্ষ' এবং 'রু'-এ হওয়া সমস্যাটি সমাধান হয়ে গেছে।