অভ্র কিবোর্ডের মাধ্যমে ANSI ফন্টের ব্যবহার
আমরা সাধারণত ইউনিকোড ফন্ট ব্যবহার করার জন্য অভ্র কিবোর্ড ব্যবহার করে থাকি। কিন্তু অভ্র কিবোর্ডে ইউনিকোড ফন্টের পাশাপাশি আপনি ইচ্ছা করলে ANSI ফন্টও ব্যবহার করতে পারেন, যে ব্যাপারটা আমরা অনেকেই জানি না। অভ্র কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা ANSI ফন্ট ব্যবহার করতে পারবেন সে ব্যাপারে নিচে বর্ণনা করা হলো।
- প্রথমে অভ্র কিবোর্ডের সেটিংস আইকোনে ক্লিক করুন। (চিত্র ১)
চিত্র ১ : সেটিংস আইকোনে ক্লিক করে Output as ANSI সিলেক্ট করুন।
- সেটিংস আইকোনে ক্লিক করলে একটি ইন্টারফেস আসবে। (চিত্র ১) এইখান থেকে Output as ANSI সিলেক্ট করুন।
চিত্র ২ : Use ANSI anyway সিলেক্ট করুন
- Output as ANSI সিলেক্ট করার পর এমন একটি উইনডো প্রদর্শিত হবে (চিত্র ২)। এই উইন্ডো থেকে Use ANSI anyway সিলেক্ট করুন।
চিত্র ৩ : এখন আপনি অভ্র কিবোর্ড দিয়ে ANSI ফন্ট ব্যবহার করতে পারবেন
- এখন আপনি যেকোনো সফটওয়্যারে অভ্র কিবোর্ড দিয়ে ANSI ফন্ট ব্যবহার করতে পারবেন (চিত্র ৩)।
- এরপর আপনি যদি আবার পুনরায় অভ্র কিবোর্ড দিয়ে ইউনিকোড ফন্ট ব্যবহার করতে চান, তাহলে আবার সেটিংস আইকোনে ক্লিক করে Output as Unicode সিলেক্ট করুন।